পাঁচটি মামলায় নিজামী, মুজাহিদ সাঈদীর ষোল দিনের রিমান্ড

এছাড়াও পুলিশের কাজে বাঁধা দেয়া ও গাড়ি ভাংচুরের অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় প্রত্যেককে আরো চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কড়া নিরাপত্তায় মাধ্যমে বিকেল চারটার পর জামায়াতের এই তিন শীর্ষ নেতাকে সিএমএম কোর্টে হাজির করা হয়। গ্রেফতারের তেইশ ঘণ্টা পর তাদের আদালতে হাজির করে পুলিশ। জামায়াত নেতাদের পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, আব্দুর রাজ্জাকসহ ত্রিশ জন আইনজীবী। তারা এই রিমান্ড আবেদনের বিরোধীতা করে বক্তব্য রাখেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন পিপি আব্দুল্লাহ আবু, খন্দকার আব্দুল মান্নান ও আব্দুর রহমান হাওলাদার।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা মামলায় সমন পেয়েও আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার দুপুরে সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার জামায়াত নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারির কয়েক ঘণ্টার মধ্যে জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেল ও নায়েবে আমিরকে গ্রেফতার করা হয়। মাওলানা মতিউর রহমান নিজামীকে জাতীয় প্রেসক্লাব চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে এক অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে প্রেসক্লাব ভবনের বাইরে এলে নিজামীকে গ্রেফতার করা হয়।  ফরিদপুর যাওয়ার পথে আশুলিয়া পুলিশ সাভার থেকে গ্রেফতার করে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হলে জামায়াত কর্মীরা বিক্ষোভ করতে থাকে। রাজধানীর শহীদ বাগের ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে দলের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে। পরে দলের শীর্ষ এ তিন নেতাকে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত ২১ মার্চ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর দায়ের করা মামলায় জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, মহানগর শাখার সভাপতি রফিকুল ইসলাম খান ও মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আসম ইয়াহিয়াকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ মার্চ মগবাজার আল ফালাহ্ মিলনায়তনে ইসলামি ছাত্রশিবিরের এক অনুষ্ঠানে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ইসলাম ধর্শের প্রবর্তক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াচ্ছালামের সাথে তুলনা করে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী এবং দলের ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খান। সভায় উপস্থিত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এ বক্তব্যে করতালি দিয়ে স্বাগত জানান। রাসূলে করিমের সাথে মাওলানা নিজামীর এ ধরনের তুলনা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে মামলার অভিযোগে বলা হয়।