যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফনের টাকার অপেক্ষায় চার বছর

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাই মিলনের দাফনের টাকা পেতে তার অসহায় স্ত্রী মাসুদা বেগম গত চার বছর ধরে বিভিন্ন স্থানে ধর্ণা দিয়েও কোন সুফল পাননি। আর কতো বছর পার হলে তার মৃত স্বামীর দাফনের টাকা পাবেন এ জিজ্ঞাসা মাসুদা বেগমের।
মাসুদা বেগম জানান, ২০০৬ সালের ১১ ফেব্র“য়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তার স্বামী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলন ৬৫ বছর বয়সে নিজবাড়িতে মারা যান। তিনি আরো জানান, রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার স্বামীর মৃত্যুর পর আর কেউ তাদের খোঁজ খবর নেননি। অর্থাভাবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাই মিলনের স্ত্রী মাসুদা বেগম পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তিনি আরো জানান, সরকারি ভাবে বরাদ্দকৃত তার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা স্বামীর দাফনের টাকা পেতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্নস্থানে ধর্ণা দিয়েও কোন সুফল পাননি। এ ব্যাপারে তিনি (মাসুদা বেগম) সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।