ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে পিটিয়ে জখম

হাসপাতালে ভর্তি আহত স্কুল ছাত্র রাকিব সরদার জানান, গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর রাকিব ও তার বাড়ির পাশ্ববর্তী একই বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী টুকু খানম পিঙ্গলাকাঠীস্থ বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে পাশ্ববর্তী গরঙ্গল গ্রামের বখাটে জুয়েল, সাওন ও বাবু স্কুল ছাত্রীকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে। এ সময় রাকিব তাদের বাঁধা দিলে বখাটেরা তার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। হামলার সময় রাকিব ও টুকু খানমের ডাকচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় ওইদিনই রাকিবকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এস.এম শাহজাহান কবীর জানান, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় গতকাল শুক্রবার সকালে স্কুল মিলনায়তনে এ সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক তিন বখাটেদের প্রতিজনকে ২০ টি করে বেত্রাঘাত, আহত রাকিবের চিকিৎসার জন্য নগদ সাড়ে চার হাজার টাকা ও লিখিত মুচলেখা রাখা হয়েছে।