বাগেরহাটের আলোচিত হত্যা মামলার আসামি র‌্যাবের অভিযানে গৌরনদীতে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ র‌্যাব-৮ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকা থেকে রবিবার রাতে বাগেরহাটের বহুল আলোচিত তাজদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি ফকির জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করেছে। ওইদিন রাতেই গ্রেফতারকৃতকে গৌরনদী থানায় সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারি কর্মকর্তা বাগেরহাট সদর থানার এস.আই মোঃ আব্দুল হক জানান, পূর্ব শত্র“তার জেরধরে গত বছর ৯ জুন রাতে সদর থানার পাটরপাড়া গ্রামের মহাসিন মিরের পুত্র তাজউদ্দিন মিরকে (২০) কথা শোনার জন্য প্রতিবেশী রিন্টু মির ডেকে নিয়ে যায়। বাড়ির পাশ্ববর্তী এলাকায় নিয়ে ফকির জিয়াউর রহমান জিয়া, রিন্টু মির, মান্নান মিরসহ ৪/৫ জনে তাজদ্দিনকে জবাই করে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে রাখে। এ ঘটনায় তাজউদ্দিনের মা মুসলিমা বেগম বাদি হয়ে ফকির জিয়াউর রহমান জিয়া, মান্নান মির, রিন্টু মিরসহ ৪ জনের নাম ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করে ওই বছরের ২০ জুন বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর ১৯ জুলাই ঢাকা থেকে রিন্টু মিরকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ১ মাস ২৮ দিন পর মাটিচাপা দিয়ে রাখা তাজদ্দিনের লাশ উদ্ধার করা হয়। মামলার পর থেকে জিয়া গৌরনদী দক্ষিণ বিজয়পুর গ্রামের বাবুল কসাইর বাড়িতে আত্মগোপন করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮’র ডিএডি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য রবিবার রাতে ফকির জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করে। গতকাল সোমবার সকালে গৌরনদী থানা পুলিশ কড়া পুলিশ প্রহড়ায় গ্রেফতারকৃত জিয়াকে বরিশাল আদালতে প্রেরন করা হয়।