ইভটিজিং প্রতিরোধে মহিলা পরিষদের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেনতা বৃদ্ধির লক্ষে গতকাল শুক্রবার সকালে বরিশালের আগৈলঝাড়ার সুধী সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন মহিলা পরিষদের নেতৃবৃন্দ।
বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রী। সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভানেত্রী, শিক্ষাবিদ রাবেয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসম্পাদিকা পুষ্প চক্রবর্তী, লিগ্যাল এইডের জেলা শাখার সম্পাদিকা প্রতিমা সরকার। বক্তব্য রাখেন নারী নেত্রী মলিনা রানী মন্ডল, সাংবাদিক অপূর্ব লাল সরকার, প্রবীর বিশ্বাস ননী, শিক্ষার্থী মিতু মন্ডল, প্রনয় মজুমদার প্রমুখ। শেষে নারী নেত্রী মমতাজ বেগমকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট “আগৈলঝাড়া মহিলা পরিষদ”-এর একটি কমিটি গঠন করা হয়।