অভ্যন্তরীন কোন্দলের কারনে হিন্দু সম্প্রদায়ের মধ্যে দ্বিধা বিভক্তি

জানা গেছে, ওই গ্রামের জিতেন মন্ডল গংদের সাথে দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী বিনদ গাইন গংদের বিরোধ চলে আসছে। জিতেন মন্ডল অভিযোগ করেন, গতকাল রবিবার সকালে মন্দিরে তিনি (জিতেন) তার স্ত্রী মায়া মন্ডল, ঝর্না রানী পূজা অর্চনা করতে যান। এ সময় পূর্বপরিকল্পিত ভাবে বিনদ ও তার লোকজনে তাদের ওপর হামলা চালায়। এ সময় মন্দিরের সেবাইত বিরাজ চক্রবর্তীও আহত হয়। এ অভিযোগ অস্বীকার করে বিনদ গাইন বলেন, ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমাদের ফাঁসাতে প্রতিপক্ষের লোকজনে এলাকায় অপপ্রচার চালাচ্ছেন।