গণপিটুনিতে ১ চোর নিহত – আহতবস্থায় ৪ জন আটক

অবস্থা বেগতিক দেখে চোরেরদল দৌড়ে পালানোর চেষ্ঠাকালে এলাকাবাসির গণপিটুনিতে আবুল কালাম আজাদ (৩০) নামের এক চোর ঘটনাস্থলেই নিহত হয়। তার বাড়ি পাশ্ববর্তী কপিলমুনির নাছিরপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র। নিহত চোর পেশায় একজন লন্ড্রী ব্যবসায়ি বলে এলাকাবাসি জানায়। এ সময় এলাকাবাসি পাইকগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত বক্কর গাজীর পুত্র মিন্টু গাজী (৩৫), একই গ্রামের আক্কেল আলী গাজীর পুত্র আজিজুল গাজী (৩০), উত্তর সলুয়া গ্রামের মোকাম বিশ্বাসের পুত্র ফারুক বিশ্বাস (২৫), নোয়াকাটি গ্রামের পরিতোষ বিশ্বাসের পুত্র রামপদ বিশ্বাসকে (২০) গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে তালা থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু এড়ঁৎহধফর.ঈড়স জানান, দীর্ঘদিন থেকে ওই এলাকার ঘের গুলিতে সংঘবদ্ধ চোর চক্র রাতের আধারে চুরি করে আসছিলো। ফলে ঘের মালিকদের ব্যাপক ক্ষতি সাধিত হয়। দীর্ঘদিন পর এলাকাবাসি চোরদের আটক করে গন পিটুনি দিয়েছে। তালা থানার ওসি লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।