পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ – পৌরসভা ও ১৫টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ -সুবিদ আলী ভূঁইয়া, এম.পি

মাহ্ফুজ ইসলাম শিপলু, দাউদকান্দি ॥ বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, জ্বালাও পোড়াও রাজনীতি করে ক্ষমতায় আসা যায়না। ক্ষমতায় আসতে হলে জনগণকে ভালবেসে গণতান্ত্রিক ব্যবস্থায় আসতে হবে। তিনি বলেন, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ। ক্ষমতার মালিক জনগণ, জনগণকে জিম্মিকরে ক্ষমতায় আসা যায়না। তিনি গতকাল শুক্রবার সারাদিন ব্যাপি দাউদকান্দি উপজেলার পৌরসভাসহ সুন্দলপুর, বারপাড়া, জিংলাতুলী, ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিন, বিটেশ্বর, মারুকা, দৌলতপুর, গোয়ালমারী সহ ১৫টি ইউনিয়নের গরীব দুস্থদের মাঝে ৬ হাজার পিছ কম্বল (শীতবস্ত্র) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় পাশে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মৎ পারুল আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল নাছের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, ড. আব্দুল মান্নান জয়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাশেম সরকার, সাধারণ সম্পাদক এডঃ আহসান হাবিব চৌধুরী, মোঃ বশিরুল আলম মিয়াজী, আব্দুল কুদ্দুস সরকার, হাবিবুর রহমান, বাসুদেব ঘোষ প্রমূখ।