আলোচিত শিক্ষিকা শারমিন হত্যা মামলার চার্জশীট প্রদান

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের বহুল আলোচিত শিক্ষিকা শারমিন হত্যা মামলার চার্জশীট প্রদান করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃত বখাটে আবুল গোমস্তাকে অভিযুক্ত করে বৃহস্পতিবার আদালতে চার্জশীট প্রদান করেছেন।

সূত্রমতে, প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে গত ১২ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে দিবালোকে আগৈলঝাড়া উপজেলার পুর্ব সুজনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অন্তঃস্বত্তা শারমিন জাহানকে ছুড়িকাঘাত করে খুন করে স্থানীয় বখাটে আবুল গোমস্তা। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি তাৎক্ষনিক ঝটিকা অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় ঘাতক আবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় ঘাতক আবুলকে আসামি করে ১৩ অক্টোবর শারমিনের পিতা শাহজাহান সরদার বাদি হয়ে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার এস.আই আলী আহম্মেদ দীর্ঘ দু’মাস তদন্ত করে হত্যার কাজে ব্যবহৃত আলামতসহ ৭ জন প্রত্যক্ষদর্শী ও ১৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার গ্রেফতারকৃত বখাটে আবুল গোমস্তাকে অভিযুক্ত করে আদালতে আলোচিত শিক্ষিকা শারমিন হত্যা মামলার চার্জশীট প্রদান করেন।