লঞ্চ থেকে নদীতে পরার তিনদিনেও সন্ধ্যান মেলেনি শারিফাবাদের আনোয়ারের

নিজস্ব সংবাদদাতাঃ লঞ্চ থেকে নদীতে পরার তিনদিন পরেও সন্ধ্যান মেলেনি বরিশালের গৌরনদীর শারিফাবাদ গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের (৫০)। গত সোমবার ভোরে কর্মস্থল ঢাকায় ফেরার পথে লঞ্চের পিছন থেকে নদীতে পরে সে নিখোঁজ হন।

আনোয়ারের স্ত্রী মনিরুন বেগম জানান, শরিফাবাদ গ্রামের মৃত হাতেম আলী হাওলাদারের পুত্র ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সিভিল এভিগেশনের সহকারি অপারেটর আনোয়ার হোসেন হাওলাদার। গত রবিবার গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে তিনি উজিরপুরের শিকারপুর লঞ্চ ঘাট থেকে পুত্র রাহাতকে (১৪) সাথে নিয়ে এমডি শাহিদূত লঞ্চে রওয়ানা হন। সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে চাঁদপুরের আলুবাজার নামকস্থানে বসে আনোয়ার হোসেন ভোরে মুখ ধোয়ার জন্য লঞ্চের পিছনে গেলে অসাবধানতাবশত সে লঞ্চ থেকে নদীতে পরে নিখোঁজ হয়। সেই থেকে অদ্যবর্ধি আনোয়ার হোসেনের কোন সন্ধ্যান মেলেনি।