জাতীয় পতাকার অসম্মান – পদক নিয়ে ব্যাস্ত মুলাদী থানর ওসি

মুদালী সংবাদদাতা ॥ আজ মহান বিজয় দিবস তাই গত ৮ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলে একটি আলোচনা সভা হয়। সভায় আলোচিত বিষয় ছিল জাতিয় পতাকা অসন্মানকারি কে ভ্রাম্মমান আদালত বসিয়ে তিন দিনের কারাদন্ড দেয়া হবে আরও উল্লেখ ছিল যে পতাকা উত্তলনের নিয়ম বেধে দেয়া হয়ে ছিল যে কোন পাটখড়ি, ধনিচা ও কাঠের টুকরা এমন কি কোন অসম্মানিয় অবস্থায় পতাকা উত্তলন করলে তাহার বিরুদ্বে থানা প্রশাসন আইন অনুক ব্যবস্থা গ্রহন করবে। কিন্তু দুঃখের বিসয় মুলাদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দোকান পার্টে কাটখড়ি ও  ধনিচা এমনকি অনেকেই তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পতাকা উত্তলন করেনি এ বিষয় প্রথমে এস,আই সাইদ কে জানানো হলে সাইদ বিষয়টি এড়িয়ে যান, পরবর্তিতে ৮.২৭মিঃ ওসি কে জানানো হলে দেখতেছি বলে পাশ কাটিয়ে  যান। ওসি সাহেব মুক্তিযোদ্বা হওয়ায় নিজ সম্মানিয় পদক গ্রহন করার উদ্দেশ্যে মুলাদী ডিগ্রী কলেজ মাঠে ব্যস্ত থাকেন। অথচ তিনি নিজেই একজন মুক্তিযোদ্ধা।