রং নাম্বার!!!

গৌরনদী ॥ রং নাম্বারে মোবাইল কল দেয়াকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বরিশালের গৌরনদী উপজেলা কমলাপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের মোক্তার হোসেনের পুত্র আরিফ হোসেনের মোবাইল ফোনে মঙ্গলবার দুপুরে কল (ফোন) দেয় পাশ্ববর্তী কমলাপুর গ্রামের সফিকুল ইসলাম সরদার। রং নাম্বারে ফোন দেয়াকে কেন্দ্র করে একে অপরের মধ্যে তুমুল বাকবিতন্ডা বাঁধে। এ ঘটনার জের ধরে ওইদিন রাত সাড়ে সাতটার দিকে সফিকুলের ভাই ইমামুল সরদার ও তার লোকজনে ফোন করে আরিফকে ডেকে বাড়ির পাশ্ববর্তীস্থানে নিয়ে তার ওপর অর্তকিত ভাবে হামলা চালায়। এ সময় আরিফের ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে উভয়ের গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় গ্রুপের আরিফ হোসেন, সেলিম সরদার, ফালান ঘরামী, আকবর সরদার, মিজান সরদার, আমিরোন নেছা, ইমামুল সরদারসহ কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেলিম সরদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।