পুলিশ ৩৮ বোতলসহ আটক করল দুই ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে

সাইদ মেমন, বরিশালঃ নগরীর কাটপট্টির দুই ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের কাছ থেকে ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। তারা হলো তানিয়া ইলেকট্রনিক্সের মো. বাবুল (৪০) ও সেতু ইলেকট্রনিক্সের মো. সেলিম হাওলাদার (৫২)। নিজ হেফাজতে ফেন্সিডিল রাখার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে মহানগরীর কোতয়ালী মডেল থানার সহকারী দারোগা (এএসআই) মহিউদ্দিন শেখ। শুক্রবার বিকেলে এই উদ্ধার ও আটক অভিযান চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এএসআই মহিউদ্দিন শেখ বলেন, গোপন খবরে কাটপট্টির তানিয়া ইলেকট্রনিক্সের দোকানে অভিযান করা হয়। সেখান থেকে ৩২ বোতল ফেন্সিডিলসহ বাবুলকে আটক করা হয়। পরে অভিযান করা হয় সেতু ইলেকট্রনিক্সে। সেখান থেকে আটক করা হয় সেলিমকে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর ফকিরবাড়ী রোড এলাকায় বাসা থেকে ৫ বোতল ভরা ও একটি খালি বোতল উদ্ধার করা হয়েছে।