বরিশালের র‌্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ তিন ডাকাত আটক

সাইদ মেমন, বরিশাল ॥ ঝালকাঠির গাবখান সেতু থেকে ডাকাত সন্দেহে অস্ত্র ও গুলিসহ সহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় এই উদ্ধার ও আটক অভিযান চালানো হয়েছে বলে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। আটককৃতরা হলো- ভান্ডারিয়া উপজেলার রাধানগর গ্রামের প্রয়াত বিনোদ হাওলাদারের ছেলে ডাকাত সর্দার গৌতম হাওলাদার (৪৫), রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের আলতাফ হাওলাদার (৩৮) ও পিরোজপুরের পাংগাশিয়া গ্রামের মৃত মুনছুর হাওলাদারের ছেলে আবুল কালাম হাওলাদার (৫০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যায় র‌্যাবের একটি দল ঝালাকঠির গাবখান সেতুতে চেক পোষ্ট স্থাপন করে। সন্ধ্যা সাতটার দিকে দুইটি মোটর সাইকেলে ৫ ব্যক্তি অতিক্রমকালে তাদের থামতে নির্দেশ দেয়। এ সময় দুই মোটর সাইকেলের তিন অরোহীকে তল্লাশী কালে মোটর সাইকেল চালকদ্বয় পালিয়ে যায়। ওই তিনজনের কাছ থেকে একটি এলজি, একটি একনলা বন্ধুক, ৪ রাউন্ড গুলি ও দুইটি টর্চ লাইট উদ্ধার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ঝালকাঠির কৃর্তিপাশায় ডাকাতির উদ্দেশ্য যাচ্ছিলো। তাদের সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে পিরোজপুর ও ঝালকাঠিতে ডাকাতি করে। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলাও রয়েছে। এদের বিরুদ্ধে মামলা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।