ঘোড়া পোকা ও বিছা পোকার দখলে গৌরনদীর পাট ক্ষেত

গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের কৃষক রবিন দাস জানান, গত এক সপ্তাহ থেকে বাদামী ও সবুজ রংয়ের ঘোড়া এবং কালো রংয়ের বিছা পোকায় হঠাৎ করে পাট ক্ষেতে আক্রমন করে। এক রাতের মধ্যে পুরো ক্ষেতের পাট পাতা খেয়ে ঝাঁঝরা (ছিদ্র) করে দেয়। যার ফলে পাট গাছগুলো ঢলে পরে মরে যাচ্ছে। তাঁরাকুপি গ্রামের কৃষক সোনা মিয়া জানান, বাড়ির গাছ ও গবাদি পশু বিক্রিসহ ধারদেনা করে তিনি ২৪০ শতক বর্গা জমিতে পাট চাষ করেছেন। গত দুইদিনে তার দুই’শ শতক জমির পাট পোকায় আক্রমন করেছে।
গৌরনদী উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম সিরাজ জানান, ক্ষতিকারক ঘোড়া ও বিছা পোকা রোদের তাপ কমার পরেই ক্ষেতে আক্রমন করে। যার ফলে পাট পাতা লাল হয়ে ক্রমেই ঢলে পরে মরে যায়। তিনি আরো জানান, পাট গাছ ছোট থেকে ফুল আসার আগ পর্যন্ত এ পোকায় আক্রমন করে থাকে। বৃষ্টি না হলে এদের আক্রমন আরো বেড়ে যায়। ফলে পাট গাছ ছোটই থেকে যায়। অনেক ক্ষেতের পাট গাছ মরেও যায়। বৃষ্টির অভাবে চাষীরা এখন পাটক্ষেতে প্রতিরোধক কীটনাশকও প্রয়োগ করতে পারছেন না বলে তিনি উল্লেখ করেন।

রিপোর্ট : খোকন আহম্মদে হীরা।

*এই সাইটের কোন লেখা কোথাও প্রকাশ করার পূর্বে সম্পাদকের সাথে যোগাযোগ করুন।