বাবুগঞ্জে র‌্যাবের সোর্স সন্দেহে সর্বহারাদের অপহরণের চেষ্টা

বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের ব্রাক্ষ্মনদিয়া গ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স সন্দেহে আবুল কালাম নামের এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা চালিয়েছে সর্বহারারা।

বিভিন্ন সময় সর্বহারা সদস্যদের গতিবিধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতেন আবুল কালাম। তার দেয়া তথ্যের ভিত্তিতে অনেক সর্বহারা সদস্য ইতিমধ্যে ধরা পড়েছে। তার তথ্য মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ক্রসফায়ারে সর্বহারা সদস্য নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ কারনে সর্বহারা সদস্যরা তার উপর ক্ষিপ্ত। এর জের ধরে রবিবার রাতে আবুল কালাম শিকারপুর থেকে বাড়ী ফেরার পথে গুদিঘাটা সেতুর কাছে পৌঁছলে সশস্ত্র মুখোশধারীরা তার পথরোধ করে। আইনশৃৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দেয়ার অভিযোগে তাকে অপহরনের চেষ্টা চালায়। এ সময় গ্রামবাসী এগিয়ে গেলে সর্বহারা সদস্যরা তাকে রেখে পালিয়ে যায়। ঘটনার পরপর র‌্যাবের একটি দল ব্রাক্ষ্মনদিয়া গ্রামে তল্লাশী চালিয়েছে।

র‌্যাব-৮ কর্মকর্তা মেজর রাশেদুল হক খান জানান, ঐ এলাকায় তর্কাতর্কি ও হাতাহাতির খবর পেয়ে তাদের একটি দল সেখানে গিয়েছিলো।