আগৈলঝাড়ার দু’ইটালী প্রবাসীর পরিবারের আটজনকে অচেতন করে সর্বস্ত্র লুট

প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়াঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল দাসপট্টি গ্রামের দু’ইটালী প্রবাসীর পরিবারের সকলকে রাতের খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য খাইয়ে অচেতন করে প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। রবিবার ভোরে স্থানীয়রা ওই দু’পরিবারের আটজনকে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় গতকাল রবিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ইটালী প্রবাসী বাবুল সরদার ও তার ভাই বাদল সরদার অতিসম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন। শনিবার রাতে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা তাদের রাতের খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে রাখে। দু’পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পরে। এ সুযোগে দুস্কৃতকারীরা ওই দু’পরিবারের বসত ঘরে প্রবেশ করে ষ্টিলের আলমিয়া ভেঙ্গে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। রবিবার ভোরে স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় ওই দু’পরিবারের বাবুল সরদার, বাদল সরদার, লতা বেগম, মিথিলা আক্তার, স্বজল সরদার, সোহেল সরদার, সাগর ও সজিবকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করে।