টরকীতে যুবলীগ নেতার ক্ষমতার দাপট – ব্যবসায়ীর সম্পত্তিতে ঘর উত্তোলন অব্যাহত

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী পৌর যুবলীগের প্রভাবশালী এক নেতা ক্ষতার দাপট দেখিয়ে তার সহযোগীদের নিয়ে টরকী বন্দরের ব্যবসায়ী পান্না মিয়ার সম্পত্তি অবৈধভাবে দখল করে ঘর উত্তোলন অব্যাহত রেখেছে। আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা ও থানা পুলিশের বাঁধা উপেক্ষা করে যুবলীগ নেতার এ ক্ষমতার দাপটের কাছে অসহায় হয়ে পরেছেন ওই ব্যবসায়ী। তিনি অবৈধ দলদার মুক্ত করার জন্য প্রসাশনের উধ্বর্তন কর্মকর্তাদের সহযাগীতা কামনা করেছেন।

টরকী বন্দরের ব্যবসায়ী ও সুন্দরদী গ্রামের হারুন-অর রশিদ মিয়ার পুত্র পান্না মিয়া অভিযোগ করেন, টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন দাগের ৯৪ শতক সম্পত্তি তার পিতা হারুন-অর রশিদ মিয়া দীর্ঘ ৪০ বছর পূর্বে স্থানীয় হরগবিন্দ সাধুর কাছ থেকে ক্রয় করেন। সেই থেকে তারা ওই সম্পত্তি ভোগ দখল করে আসছেন। এরইমধ্যে ওই সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় হেলাল উদ্দিন হাওলাদারের পুত্র প্রভাবশালী যুবলীগ নেতা সলেমান হাওলাদারের। সে (সলেমান) ভূয়া কাগজপত্র তৈরি করে একাধিকবার ওই সম্পত্তি দখল করতে যান। উপায়অন্তুর না পেয়ে ব্যবসায়ী পান্না পৈত্রিক সম্পত্তি রক্ষা করার জন্য বরিশাল আদালতে ওই জমির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করান। আদালতের নির্দেশ অমান্য করে প্রভাবশালী সলেমান হাওলাদার ঈদের দিন (৭ নবেম্বর) রাত সাড়ে দশটার দিকে তার ৩০/৩৫ জন সহযোগীদের নিয়ে ওই সম্পত্তিতে ঘর উত্তোলন করতে যায়। এসময় পান্না বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর উত্তোলনে বাঁধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়।

পুলিশের উপস্থিতিতে কাজ বন্ধ করা হলেও ওইদিন গভীর রাতে যুবলীগ নেতা ও তার সহযোগীরা আদালতের নিষেধাজ্ঞা ও পুলিশের বাঁধা উপেক্ষা করে ওইদিন গভীর রাতেই ব্যবসায়ীর সম্পত্তিতে ৫ টি অস্থায়ী কাঠের ঘর উত্তোলন করে।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে শ্রমিক নিয়ে যুবলীগ নেতা দিনের বেলায়ও ঘর উত্তোলন অব্যাহত রেখেছে। ব্যবসায়ী পান্না মিয়া তার পৈত্রিক সম্পত্তি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।