শাবিতে নতুন শিক্ষাবর্ষে ভর্তি সাক্ষাৎকার ২৩ নভেম্বর

রিয়াজ উদ্দিন, শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ২৩ নভেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ভর্তি কমিটি সূত্র জানায়, ২৩ ও ২৪ নভেম্বর ‘বি’/‘বি১’ ইউনিটের এবং ২৭ ও ২৮ নভেম্বর ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এ সময় উভয় ইউনিটে কোটার মাধ্যমে সুযোগ পাওয়া শিক্ষার্থীদেরও (মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, প্রতিবন্ধী) সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মেধা তালিকা থেকে ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে ৫ ডিসেম্বর ‘বি’/‘বি১’ ও ৭ ডিসেম্বর ‘এ’ ইউনিটের অপেক্ষমান তালিকায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সময় উভয় ইউনিটের কোটা ভিত্তিক অপেক্ষমান তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদেরও ভর্তি করা হবে। ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশীট, প্রশংসাপত্র আনতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও মার্কশীটের ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে। ভর্তি শেষে এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশীট জমা দিয়ে যেতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu থেকে পাওয়া যাবে।