ইভটিজিং প্রতিরোধে গৌরনদীতে র‌্যালী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

স্কুল-কলেজের ছাত্রীদের উত্যক্তকারী (ইভটিজিং) বখাটে যুবকদের প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে বরিশালের গৌরনদীতে গতকাল রবিবার সকালে র‌্যালী, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি ফর সোসাল এ্যাকশন ঊষার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। উপজেলার প্রধান প্রধান সড়কে র‌্যালীটি প্রদক্ষিণ শেষে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক নারায়ন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কচি, সদস্য শ্যামল বনিক বাবু, সুমন পাল, শিক্ষার্থী মাকসুদা নাহার কনি, নাঈমা সুলতানা, প্রজ্ঞা রায় প্রমুখ।