গৌরনদীর চাঞ্চল্যকর শামীম হত্যা মামলার দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ী দক্ষিণ বাউরগাতি গ্রামের শামীম হত্যা মামলার ঘটনা সম্পর্কে জানার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দু’জনকে আটক করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এস.আই শাহ জালাল খলিফা জানান, ব্যবসায়ী শামীম বেপারীর হত্যাকান্ডের ঘটনা সম্পর্কে জানার অভিযোগে সোমবার রাতে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে একই গ্রামের মৃত খলিল বেপারীর স্ত্রী রাবেয়া বেগম ও তার কন্যা শিউলী আক্তার লিমাকে আটক করা হয়। আটকের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মামলার বাদি আক্তার হোসেন বেপারী অভিযোগ করেন, তার ভাই ব্যবসায়ী শামীম বেপারীকে হত্যারকান্ডের পর তিনি বাদি হয়ে গৌরনদী থানায় অজ্ঞানামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে একই গ্রামের সোবহান তালুকদারের পুত্র জুয়েল তালুকদারকে গ্রেফতার করে। তিনি আরো অভিযোগ করেন, জুয়েল তালুকদারকে গ্রেফতারের পর পরই রাবেয়ার পুত্র জুয়েল বেপারী আত্মগোপন করে। দীর্ঘদিন আত্মগোপনে থেকে অতিসম্প্রতি সে (জুয়েল বেপারী) ওমানে পাড়ি জমিয়েছে। সঠিক জিজ্ঞাসাবাদে রাবেয়া বেগমের কাছ থেকে মামলার মূল রহস্য বেরিয়ে আসবে বলেও তিনি উল্লেখ করেন।