বরিশাল শিক্ষাবোর্ডের দুর্নীতির প্রতিবাদে মানবন্ধন পালিত

আহমেদ জালাল, বরিশাল ॥ বরিশাল শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীত, অনিয়ম ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরনের প্রতিবাদে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় এ কর্মসূচী শুরু হয়। বেলা পোনে ১১টায় মানবন্ধন কর্মসূচী সম্পন্ন করে। মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, শুশীল সমাজসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে।

নগরীর প্রান কেন্দ্র অশ্বিনী কুমার হল প্রাঙ্গনের সামনে সদর রোডে দীর্ঘ মানববন্ধনে বক্তারা বলেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন যে কোন প্রতিষ্ঠান বা দপ্তরের দুর্নীতির প্রমান মিললে যথাযথ ব্যবস্থা নেয়া হবে; এই বরিশাল শিক্ষাবোর্ডের দুর্নীতি অনিয়মে এখানকার শিক্ষক ছাত্র অতিষ্ঠ। ফলে তারা  বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে। মানুষ চেয়ে আছে শিক্ষাবোর্ডের ঘুষ ছুর্নীতি বন্ধে এখন প্রধানমন্ত্রী কি ব্যবস্থা নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের আ’লীগ দলীয় সংসদ সদস্য অ্যাড. তালুকদার মোহাম্মাদ ইউনুছ, শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফ, শিক্ষক নেতা দাস গুপ্ত আশীষ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল,মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, এনায়েত চৌধুরী, সিপিবি নেতা মিজানুর রহমান সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিন্টু বসু, আ’লীগ নেত্রী ফজিলাতুন্নেছা, বীর প্রতীক মহিউদ্দীন মানিক।