হিজলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

মোঃ আলহাজ, হিজলাঃ হিজলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় ভোট গ্রহন শুরু হয় এবং দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। ভোট গননা শেষে রির্টানিং অফিসার উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু বেলা ১টায় ফালাফল ঘোষণা করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল বাশার।

সভাপতি পদে ২জন সাধারণ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জনসহ ১১টি পদের বিপরীতে ১৫জন প্রার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। ৮টি পদে একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেন গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দৈনিক আজকের বার্তার হিজলা প্রতিনিধি ১১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ ফরিদ উদ্দীন চৌধুরী পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক ডেসটিনি ও এফএনএস  প্রতিনিধি মোঃ নুরনবী ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী দৈনিক যুগান্তর প্রতিনিধি আঃ হামিদ পেয়েছেন ৫ ভোট। দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোঃ সুমুনুর রহমান সোহাগ পেয়েছেন ৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদের দৈনিক শাহনামা প্রতিনিধি মোঃ শহীদ হাওলাদার ১২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী দৈনিক আজকের পরিবর্তনের প্রতিনিধি কাজী নজরুল ইসলাম পেয়েছেন ৯ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাবের নিজস্ব সংবাদদাতা আব্দুল আলীম, দৈনিক সত্য সংবাদ এর প্রতিনিধি সাইফুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক বরিশাল বার্তার প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি মোঃ আলহাজ, কোষাধ্যক্ষ পদে দৈনিক দক্ষিণাঞ্চল এর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক পদে দৈনিক অর্থনীতি এর প্রতিনিধি মোঃ মাহাবুবুল হক সুমন, সম্মানিত সদস্য পদে এ্যাডঃ নুরুল আলম রাজু ও মোঃ নুরুল ইসলাম আকন নির্বাচিত হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা সমাজ সেবা অফিসার জাবির আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কাজী জাকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, হিজলা প্রেসক্লাবের সভাপতি প্রেমজিলাল দাস, হিজলা গৌরব্দী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুর রহমান সিকদার, বড়জালিয়া ইউপি চেয়াম্যান খলিলুর রহমান বেপারী, মেমানিয়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দীন হাওলাদার, হিজলা ডিগ্রি কলেজের অধ্যাপক আঃ মাজেদ, হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসাইন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নূরনবী সংক্ষিপ্ত বক্তব্যে মহান আল্লাহর অশেষ শুকরিয়া জ্ঞাপন করে প্রেসক্লবের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে হিজলার সকল শ্রেণীর মানুষের নিকট সংবাদ সংগ্রহের সাহায্য কামনা করেন।