বাকেরগঞ্জে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিলে দু’গ্রুপের সংঘর্ষে আহত-১০

উম্মে রুম্মান, বরিশাল ॥ বাকেরগঞ্জে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিলে দু’গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের একাংশের সাধারন সম্পাদক শাহান গ্র“পের নেতাকর্মীরা হরতাল বিরোধী একটি মিছিল বের করে। সরকারী কলেজ চত্বর প্রদক্ষিন করে সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়। সমাবেশ শেষে কলেজ ছাত্রলীগের একাংশের সভাপতি শেখ মিরাজ বহিরাগতদের নিয়ে অপরাংশের সভাপতি মেহেদী হাসান শামীমের উপর চড়াও হয়।

এ সময় সাইফুল ডাকুয়া গ্র“পের নেতা-কর্মীরা তার উপর অর্তকিতে হামলা চালায়। এতে শামীমসহ কমপক্ষে ৫ জন আহত হয়। হামলার সময় সাধারন ছাত্র-ছাত্রীরা আত্মরক্ষার্থে ছুটোছুটি করলে সালমা, রুমি, লায়লা ও জহিরসহ আরো ৫ জন আহত হয়। পরে উভয় গ্র“পের ক্যাডাররা লাঠি-সোটা নিয়ে মহড়া দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

এ ঘটনায় ছাত্রলীগের সাহান গ্র“পের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা উপজেলা পরিষদ চত্বরে পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া গ্র“পের স্বেচ্ছা সেবকলীগ নেতা বসির সিকদার ও তপন নাথকে মারধর করে। এর জের ধরে বশির ও তপন নাথ উপজেলা ছাত্রলীগের সাহান গ্র“পের সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান রুবেলের পিতা আজিজ মৃধাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নামিয়ে মারধর করে। উভয় গ্র“পের মধ্যে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।