আগৈলঝাড়ায় পূজার সংখ্যা ১শ ৪৫টি বরাদ্দ ৫৭ হাজার ৫৮৪ মে. টন চাল

আগৈলঝাড়া সংবাদদাতাঃ বরাবরের মত এ বছরও বরিশাল বিভাগের সবচেয়ে বেশী পূঁজা উদযাপন হবে আগৈলঝাড়া উপজেলায়। পুলিশ প্রশাসনের তালিকা মতে এ বছর পূঁজা মন্ডপের সংখ্যা ১শ ৪৫ টি। গত বছরের তুলনায় প্রশাসনের তালিকায় পূঁজা মন্ডপ বেড়েছে ২১ টি। তবে উপজেলা পূঁজা উদযাপন পরিষদের তালিকা অনুযায়ী র্পূঁজার সংখ্যা ১ শ ৩৯ টি। পূঁজা মন্ডপগুলোর অনুকুলে সরকারী সাহায্য হিসেবে ৫৭.৫৮৪ মে.টন আতপ চাল ইতোমধ্যেই বরাদ্দ পাওয়া গেছে বলে সরকারী সূত্র নিশ্চিত করেছে। পুলিশ সূত্রমতে, রাজিহার ইউনিয়নে ৪১টি, বাকালে ৩৫টি, বাগধায় ১৯টি, গৈলায় ২৪টি ও রতœপুর ইউনিয়নে ২৬ টি সহ মোট ১শ ৪৫টি পূঁজা মন্ডপে শারদীয় দূর্গা পূঁজা অনুষ্ঠিত হবে। ওইসূত্র মতে, উপজেলায় সার্বজনীন পূঁজা মন্ডপের সংখ্যা ১শ ১৩টি এবং ব্যক্তিগত পূঁজা মন্ডপের সংখ্যা ৩২টি। এর মধ্যে অতি ঝুকিপুর্ন পূঁজা মন্ডপের সংখ্যা ৩৭টি, সাধারন ঝুকিপুর্ন মন্ডপের সংখ্যা ৬২টি ও সাধারন পূঁজা মন্ডপের সংখ্যা ৪৬টি। পুঁজা মন্ডপগুলোতে শান্তি শৃংখলা রক্ষার ও কঠোর নিরাপত্তার জন্য ৯শ ৭ জন আনসার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ন পূঁজা মন্ডপগুলোতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃংখলা বাহিনীর সদস্যরা  নিয়োজিত থাকবেন বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দি জানান। ইতোমধ্যেই প্রশাসন নিরাপত্তার জন্য  ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসনের পাশাপাশি  সুনীল কুমার বাড়ৈ সভাপতি ও বিপুল দাসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কেন্দ্রীয় পূঁজা উদযাপন কমিটিও  গঠন করা হয়েছে। প্রতীমা তৈরীর কাজে মহা ব্যস্ত রয়েছে এখানকার মৃৎ শিল্পীরা। উপজেলার ৫টি ইউনিয়নে গতবছরের চেয়ে ২১টি পূঁজা মন্ডপে এবার বেশী পূজা উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। গতবছর উপজেলায় ১শ ২৪টি পূঁজা মন্ডপের অনুকূলে ৫৭.৫ মে. টন চাল বরাদ্দ ছিল। এ বছর ২১টি পূঁজা মন্ডপ বেড়ে বর্তমানে এর সংখ্যা দাড়িয়েছে ১শ ৪৫ টি। এবছরও একই বরাদ্দ পাওয়া গেছে।