কালকিনিতে জাতীয় মানবাধিকার সাংবাদিক সোসাইটির কমিটি গঠন

বিল্লাল হোসেন, কালকিনি ॥ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সোসাইটির মাদারীপুর জেলার কালকিনি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কালকিনি উপজেলা অফিসার্স ক্লাবে অধ্যাপক মোঃ দেলোয়ার হেসেন দুলালের সভাপতিত্বে এক পরিচিতি সভা ও ইফতার মাহফিল-দোয়া অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সোসাইটির কালকিনি শাখার ১৯ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাংবাদিক এস.এম নওরোজ হীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়াজ, সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা তাহমিনা ছিদ্দিকী, পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শওকত, কালকিনি থানার অফিসার ইনচার্জ এ.কে.এম শাহীন মন্ডল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিক ওমর আলী সানি প্রমুখ।

শেষে সভার সম্মতিক্রমে মোঃ মিজানুর রহমানকে (সমকাল) সভাপতি, কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেনকে সিনিয়র সহসভাপতি, মোঃ ইকবাল হোসেনকে (ইনকিলাব) সহসভাপতি, খন্দকার শামীম হোসাইনকে (আমারদেশ) সাধারন সম্পাদক, জাহিদ হাসানকে (বিশ্লে¬ষন) যুগ্ম-সম্পাদক, এইচ.এম মিলনকে (যায়যায়দিন) সাংগঠনিক সম্পাদক, মোঃ আবু মূসাকে কোষাধ্যক্ষ, কায়কোবাদ শামীমকে (দৈনিক টেকের হাট) দপ্তর সম্পাদক, এ্যাডভোকেট এম.আই সবুজকে (বর্তমান ইশারা) প্রচার সম্পাদক, রাবেয়া খাতুনকে মহিলা সম্পাদিকা ও মুনমুন আক্তারকে যুগ্ম মহিলা সম্পাদিকা কর নতুন কমিটি ঘোষনা করা হয়।