বিদ্যুতের নাও… WatchDog

পানি চাইলে চাইতে হয় বিদ্যুৎ। এখানেও সরকার মহাশয় উদার। আমজনতার বিদ্যুৎ কেড়ে নিয়ে পানির জন্যে নিশ্চিত করা হয় বিদ্যুতের স্পেশাল সরবারহ। কিন্তু এ বিদ্যুৎ কৃষকের হাতে ধরা খাওয়ার আগে ধরা খায় ওমুক লীগের সমর্থক ইঞ্জিনিয়ার, তমুক লীগের সমর্থক অফিস কারণিক, পিওন ও আসমানি লীগের সমর্থক ট্রেড ইউনিয়ন নেতার পকেট ফাঁদে। যাদের হাত ধরে যোগ্য এই সরকার ক্ষমতার স্বাদ নিয়েছিল তাদের অনেক কে ফিরিয়ে দেয়া হয় প্রয়োজনীয় কৃতজ্ঞতা। এত কিছুর পর শেষ পর্যন্ত কেড়ে নেয়া বিদ্যুৎ কথা বলতে শুরু করে। ফসলের মাঠ একাকার হয়ে যায় সোনালী ফসলে। কৃষকের মুখে ফুটে উঠে সাফল্যের হাসি। সে সাফল্যের ঢেউ আছড়ে পরে সরকার মহাশয়ের বুকে। কিন্তু এখানেই শুরু হয় অংকের মূল ট্যুইষ্ট। প্রডাক্ট বেশী তো দাম কম, এটা অর্থনীতির আমেঘো নিয়ম। সরকার দাম একটা ঠিক করে দেয় বটে, কিন্তু এ দামে কোথায় কে ক্রয় করবে তার কোন হদিশ পায়না হতভাগা কৃষক। অংকের বাজারে আবারও হাজির হয় সেই অমুক লীগের সভাপতি, তমুক লীগের সাধারণ সম্পাদক, আসমানি লীগের দপ্তর সম্পাদক সমর্থিত ব্যবসায়ী, ফড়িয়া, দালাল সহ শত শত ক্ষুধার্ত শকুন। তারা মাঠে নামে ফসলের সন্ধানে। ক্রয় করে নেয় উৎপাদিত ফসল। সরকারী ক্রয় কেন্দ্রে নাম মাত্র পরিমান বিক্রি করে বাকি অংশ রেখে দেয় সুসময়ের জন্যে। গ্রীষ্ম, বর্ষা আর শীতের শেষে আসতে বাধ্য হয় কাঙ্খিত সুসময়। অবিক্রীত বাকি অংশ মহামূল্যে বিক্রি হয় বাজারে। বিক্রীত মূল্যে রাজনীতি হয়, ভোট হয়, সে ভোটে কেউ এম্পি, কেউ চেয়ারম্যান, কেউবা আবার মেম্বার হয়। যথেষ্ট খাদ্য মজুদের সন্তুষ্টিতে সরকার মহাশয়ের বুক আসমানে উঠতে শুরু করে দেয়। অথচ যাদের হাত দিয়ে এই আয়োজন সেই কৃষকের দলকে বছর ঘুরবার আগেই ধর্ণা দিতে বাধ্য হয় মহাজনের দুয়ারে চড়া সুদে লগ্নির জন্যে।

অংকের যে চ্যাপ্টার আমার জন্যে বেশী জটিল তা হল, আমরা আমজনতা কেন আমাদের প্রাপ্য বিদ্যুৎকে কেড়ে নিতে দিচ্ছি এবং এ সমীকরণে বেনিফিটের পাল্লা কাদের দিকে বেশী ঝুঁকছে? আর কৃষকরা-ই বা কেন উৎপাদিত আলু রাস্তায় ফেলে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে?

সার, বিদ্যুৎ, পানি আর ধানকে পুঁজি করে এ দেশের অলিগলিতে তৈরী হচ্ছে নতুন নতুন তারেক, ককো, মামুন, আজম, গুরু নানক আর শেখ সেলিমদের মত প্রফেশনাল চোর। বিদ্যুৎ ঘাটতি কারও জন্যে পৌষ মাস আর কারও জন্যে সর্বনাশ। পাঠক, এবার হিসাব করে বের করুন এই চক্রে আপনি নিজে কতটা ভূমিকা রাখছেন।


লেখার সম্পূর্ন দায়দায়িত্ব ও স্বত্ব সম্পূর্ন লেখক: ওয়াচডগ আমি বাংলাদেশী

Writer : WatchDog | AmiBangladeshi.OrG