বরিশাল-ভোলা সড়ক যোগাযোগ বন্ধ

ফেরী সার্ভিস পূনরায় চালু হতে আরো ১০/১২ দিন লাগতে পারে। বরিশাল বিআইডব্লিউটিসির প্রকৌশল বিভাগ এ তথ্য জানিয়েছে। দুটি ফেরী বিকল হয়ে যাওয়ায় লাহারহাট ভেদুরিয়া রুটের ফেরী চলাচল গত ২ আগষ্ট থেকে যানবাহন পারাপার বন্ধ হয়ে যায়। ফলে ভোলার সঙ্গে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। নদীর উভয় তীরে পণ্যবাহী শত শত যানবাহন দিনের পর দিন আটকা পড়ে আছে।

লাহারহাট-ভেদুরিয়া রুটের দুটি ফেরীর মধ্যে অপরাজিতা নামক ফেরিটি বিকল হয় গত ১৮ জুলাই। অপর ফেরী দোলনচাপা গত ২ আগষ্ট বিকল হলে ভোলার সঙ্গে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগযোগ বন্ধ হয়ে যায়। ৪৮ ঘন্টা চেষ্টা করেও দু’টি ফেরীর একটিও সচল করতে না পেরে বিআইব্লিউটিসি এ রুটে যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে। এর দু’দিন অতিবাহিত হলেও একটি ফেরীও আজ পর্যন্ত সচল হয়নি। বরিশাল বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী কমল মিত্র জানান, দোলনচাপা ফেরীর ইঞ্জিনের ভারটিক্যাল শ্যাপের পিনিয়াম ভেঙ্গে গেছে। তিনি জানান, ফেরী দুটির নির্মাতা ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়েষ্টান মেরীন শিপইয়ার্ড কোম্পানীর একটি ইঞ্জিনিয়ারিং দল ঘটনাস্থলে এসে বুধবার ভেদুরিয়া পয়েন্টে স্থানীয় লোকজনের হাতে লাঞ্ছিত হয়ে চলে গেছেন। বিআইডব্লিটিসির ইঞ্জিনিয়ারিং দল আজ রবিবার চট্রগাম থেকে ফের বরিশালে আসার কথা রয়েছে। ঐ দল ফেরী মেরামত করে পূনরায় চালু করতে ১০/১২দিন সময় লাগতে পারে।  বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক গোপাল মজুমদার জানান, আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সড়ক ও জনপথ বিভাগ থেকে দুটি ফেরী আনার জন্য চেষ্টা করছেন। তা না হলে আসন্ন ঈদে যাত্রী দুর্ভোগের শেষ থাকবে না। রমজানের শুরুতেই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপজেলা ভোলায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। সেখানে যেভাবে মালামাল সরবরাহ বন্ধ সেভাবে ভোলায় উৎপাদিত শাক-সবজি ও মাছ বরিশালে সরবরাহ বন্ধ রয়েছে।