আগৈলঝাড়ায় পৃথক সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

দুপুর ও সন্ধ্যায় পৃথক হামলা ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে দাম্পত্য কলহের জেরধরে শুক্রবার সকালে পয়সারহাট গ্রামের নকুল মন্ডল তার স্ত্রী শিখা মন্ডলকে (২৫) পিটিয়ে আহত করে। বাহাদুরপুর গ্রামের রতন বাড়ৈ পারিবারিক কলহের  কারনে তার স্ত্রী তুলু বাড়ৈকে (২৬) পিটিয়ে গুরুতর আহত করে। রতœপুর বাজারে পূর্ব শত্রুতার জেরধরে এম.ডি মামুন ও প্রতিপক্ষ ইউনুস সরদারের মধ্যে হামলা ও সংঘর্ষে রক্তাক্ত জখম হয়েছে মামুন, ইউনুস, শহিদ ও মাইনুল ইসলাম।  রাজিহার গ্রামে পারিবারিক বিরোধ নিয়ে হিজবুল্লাহ ও জুয়েল খানের মধ্যে সংঘর্ষে বকুল বেগম, হিজবুল্লাহ ও জুয়েল আহত হয়। দক্ষিন শিহিপাশা গ্রামে পূর্ব বিরোধের সূত্র ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রাম্য সালিশরা শিপন হাওলাদার (২৩) নামের এক যুবককে গৈলা ইউনিয়ন পরিষদের সম্মুখে বসে ফতোয়া দিয়ে বেত্রাঘাত করে গুরুতর জখম করে। আহতদের আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।