বরিশাল ছাত্রলীগের ২৫ জনের বায়োডাটা জমা

সিদ্ধান্তনুযায়ী প্রথম দিনেই অর্থাৎ শনিবার পদ প্রত্যাশী ২৫ জনের বায়োডাটা আ’লীগের দলীয় কার্যালয়ে জমা পড়েছে। এর আগে শুত্রবার রাজধানী ঢাকার খিলক্ষেতের এক রেস্তোরায় এখানকার ছাত্রলীগের কাউন্সিল বিষয়ক এক বৈঠকে মিলিত হন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

এ প্রসঙ্গে জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এমপি তালুকদার মোহাম্মাদ ইউনুছ বলেন আমি দুরে রয়েছি। কতটা বায়োটা পড়েছে এ মুহুর্তে জানা নেই। এদিকে ছাত্রলীগ সূত্র জানায়, পঁচিশটি জীবন বৃত্তান্ত জমা পড়েছে। বাকসুর ভিপি ছাত্রলীগ নেতা মঈন তুষার জানান রোববার বায়োডাটা জমা দেয়ার শেষ সময়সীমা। নির্ধারিত সময়সীমার মধ্যে পদ প্রত্যাশীদের বায়োডাটা জমা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত শুক্রবার ঢাকায় আহুত সভায় ছাত্রলীগ যুবলীগ ও আ’লীগকে গতিশীল করতে নানামুখী আলোচনা করা হয়। একই সঙ্গে বরিশালের আওয়ামী রাজনীতিতে গ্র“পিংয়ের বিষয়টিও উঠে আসে। সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী ২ দিনের মধ্যে বরিশাল জেলা ও মহানগর আ’লীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত দিতে হবে। সভায় উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইফ আবুল হাসানাত আবদুল্লাহ,বিসিসি মেয়র শওকত হোসেন হিরন ও এমপি তালুকদার মোহাম্মাদ ইউনুছ।