১৪ জুলাই বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষনা

২০১১-১২ অর্থ বছরে প্রায় ২ শত ১০ কোটি টাকার বাজেট ঘোষনাকরবেন বিসিসি মেয়র । শহর উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্ধ রেখে প্রনয়ন করা কসরা বাজেটে এবার নতুন করে  কোন করারোপ করা হয়নি। এদিকে দেশের সকল সিটি কর্পেরেশন ও পৌর সভার বাজেট ঘোষনা হলেও বরিশালের নগর পিতা দেশের বাইরে থাকায় এবার বাজেট ঘোষনা কিছুটা পিছিয়ে গেছে। তবে বিসিসি মেয়র বাইরে থেকে কর্পোরেশনের সিনিয়র তিন জন কাউন্সিলর ও একাধিক কর্মকর্তাকে দিয়ে বাজেট প্রনয়ন কমিটি গঠন করেন। ঐ কমিটি ইতোমধ্যে খসরা বাজেট প্রস্তত করেছেন।

গত ২০১০-১১ অর্থ বছরের বাজেট ছিল ১৯৭ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৭৮৪ টাকা । যে তুলনায় এবার তা বেড়ে ৫ থেকে ১০ কোটি টাকা বেশি হতে পারে। বাজেট প্রনয়ন কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী রোববার খসরা বাজেট মেয়র শওকত হোসেন হিরনের নিকট হস্তান্তর করা হবে। মেয়র বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সে রোববার বরিশালে ফিরে বাজেট প্রনয়ন কমিটির সদস্যদের সাথে আলোচনা করে বাজেট ঘোষনার দিনক্ষন নির্ধারন করবেন।

এ ব্যাপারে বিসিসি’র নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, আগামী ১৪ জুলাই বিসিসি’র বাজেট ঘোষনা হবে। তবে ২০১১-১২ অর্থ বছরের বাজেটে নতুন কোন বিষয় অন্তর্ভূক্ত হবে কি না তা এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিসিসি’র মেয়র এ্যাড. শওকত হোসেন হিরণ বলেন, বাজেট প্রস্তাবনা চূড়ান্ত করার ব্যাপারে সকল প্রকার প্রক্রিয়া চলছে।