৮০ ভাগ সম্পদ ধনী শ্রেনীর হাতে – কমিউনিটি রেডিও’র কর্মশালা

বৈষম্য দূর হয়নি। কমিউনিটি রেডিও চালুর ফলে তথ্য ও  জ্ঞান প্রাপ্তিতে গ্রাম ও শহরের দুরত্ব অনেকটা কমে যাবে। কৃষি, শিল্প, সাংস্কৃতিসহ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এগিয়ে যাবে দেশে। বৃহস্পতিবার কমিউনিটি রেডিও’র দিনব্যাপী বরিশাল বিভাগীয় সংলাপে বক্তারা এ কথা বলেন।

বাংলাদেশ এনজিও’জ নেটওয়ার্ক ফর রেডিও এ্যন্ড কমিনিকিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় কর্মশালায় বক্তারা আরো বলেন, পুজিবাদী শাসন ব্যাবস্থায় দেশের ৮০ ভাগ সম্পদ আজ ধনী শ্রেনীর হাতে। প্রকৃত কৃষকের কাছে জমি নেই। যারা কৃষির সাথে সম্পৃক্ত নেই এমন ব্যক্তিরাই দখল করে আছে কৃষি জমি। ফলে দিন দিন কৃষকরা ভূমিহীন কৃষকে পরিনত হচ্ছে। প্রকৃত কৃষকদের হাতে কৃষি জমি ফিরিয়ে দিতে পারলেই দেশের উন্নয়ন সম্ভব হবে। শুধু খাদ্য নিরাপত্তাই নয় নিরাপদ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবেই এগিয়ে যাবে আমাদের এদেশ।

বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহা পরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডাঃ জাহাঙ্গির আলম, এইচ এম শামসুল ইসলাম দিপু, সাংবাদিক নাসিমুল আলম, মিন্টু বসু, স্বপন খন্দকার সহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।