শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে নববধূর আত্মহত্যার চেষ্টা

বৃহস্পতিবার দুপুরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় অগ্নিদগ্ধা নববধূ টুকু রানীকে (১৯) উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া ও পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
 
উপজেলার সরবাড়ী গ্রামের মরাই হালদারের পুত্র ও অগ্নিদগ্ধা গৃহবধূ টুকু রানীর স্বামী সুধীর হালদার জানান, অতিসম্প্রতি প্রেমের সম্পর্কে রামশীল গ্রামের প্রবীর বিশ্বাসের কন্যা টুকু রানীকে সে উভয় পরিবারের অজান্তে বিয়ে করেন। বিয়ের পর নববধূকে নিয়ে সুধীর তার বাবার বাড়িতে গিয়ে ওঠেন। কিন্তু তার এ বিয়ে পরিবারের কেউ মেনে নিতে পরেননি। বরং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। উপায়অন্তুর না পেয়ে নববধূকে নিয়ে সুধীর বড়মাগরা গ্রামের রাজেন অধিকারীর বাড়ির একটি রুম ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পরিবারের সকলের অজান্তে বিয়ে করার পরেও স্বামী সুধীরের পরিবার তাদের বিয়ে মেনে না নেয়ার অভিমানে বৃহস্পতিবার দুপুরে বাড়ির সকলের অনুপস্থিতিতে নববধূ টুকু রানী (১৯) নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় টুকু রানীকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।