একমাত্র নারী মুক্তিযোদ্ধা মনা রানীর খোঁজ নেয়নি কেউ

দেশ স্বাধীনের পর বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নারী মুক্তিযোদ্ধা মনা রানী ও তার স্বামী ডাঃ বি.কে রনজিতকে মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা দেয়া হলেও বিগত বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের আমলে তা বন্ধ করে দেয়া হয়। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহনের পর নারী মুক্তিযোদ্ধা মনা রানী ব্যানার্জির সম্মানি ভাতা চালু করা হলেও তার স্বামী ডাঃ বি.কে রনজিত ও তার বড়পুত্র শ্যামল ব্যনার্জির ভাতা এখনও বন্ধ রয়েছে। দীর্ঘদিন থেকে মনা রানী ব্যনার্জি শ্বাশকষ্টজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় রয়েছেন।

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার একমাত্র নারী মুক্তিযোদ্ধা মনা রানী ব্যনার্জি আক্ষেপ করে বলেন, সংসার জীবনে আমার ২ পুত্র ও ৩ কন্যা সন্তান রয়েছে। সংসারের কথা চিন্তা না করেই স্বাধীনতার পরবর্তী সময়ে দীর্ঘদিন আমি বরিশাল জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকাসহ স্থানীয় ইউপি সদস্যা হিসেবে সততার সাথে গুরু দায়িত্ব পালন করেছি। অর্থাভাবে এখন আমি বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরতে বসেছি। অথচ আজ কেউই আমার খোঁজ রাখেন না। তিনি আক্ষেপ করে আরো বলেন, মৃত্যুর পূর্বে আমার নাতীদের একটি সরকারি চাকুরী ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেখে যেতে পারলে মরেও শান্তি পেতাম।

Alrrights Reserve by : খোকন আহম্মেদ হীরা, আগৈলঝাড়া থেকে ফিরে