গৌরনদীতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

চৈত্রের প্রথম দিনে সোমবার রাতের শীলা বৃষ্টি ও ঝড়ে বরিশালের গৌরনদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক আধাঁপাকা বসত ঘর, বৈদ্যুতিক লাইন, গাছপালা ভেঙ্গে চুরমার ও পানবরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়াও বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ঠ্যান্ডে অবস্থিত ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের প্রধান গেটটি ঝড়ে উপরে পরে যায়। দশমিনিটের ঝড়ের সাথে শীলা বৃষ্টিতে রোপিত ইরি-বোরো ধানসহ আমের গুটির ব্যাপক ক্ষতি হয়। আচমকা ঝড়ে উপজেলার কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ লাইন বিছিন্ন রয়েছে।