মহাজোট সরকার সহঅবস্থানের রাজনীতে বিশ্বাসী

সাধারন সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন-মহাজোট সরকার সহঅবস্থানের রাজনিতীতে বিশ্বাসী। যে কারনে আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর ২০০১ সালের নির্বাচন পরবর্তী বিএনপি-জামায়াতের চারদলীয় জোটের নির্মম নির্যাতন ও লুটপাটের সকল অভিযোগ মুখ বুঝে সহ্য করা হয়েছে। মহাজোট সরকারের সহঅবস্থানের রাজনীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামি ১৩ জানুয়ারির পৌর নির্বাচনে মহাজোট মনোনীত মেয়র প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। গতকাল রবিবার বিকেলে গৌরনদী পৌরসভার ৭ নং ওয়ার্ডের আশোকাঠী কিন্ডার গার্ডেন প্রাঙ্গনে মহাজোট মনোনীত পদপ্রার্থী মোঃ হারিছুর রহমান হারিছের-দেয়াল ঘড়ি মার্কার সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেছেন। ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মিলন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শাহ আলম খান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া। বক্তব্য রাখেন মহাজোট মনোনীত পৌর মেয়র পদপ্রার্থী মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম মিয়া, সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ প্রমুখ।