দু’পরিবারের ১০জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট

গতকাল শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাবারের সাথে চেতনানাশক দ্রব্য খাইয়ে উপজেলা সদরের ফুল্লশ্রী গ্রামের ব্যবসায়ী আচমান ফকির ও পার্শ্ববর্তী বাড়ির নুরু ফকিরের পরিবারের দশজনকে অচেতন করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ দু’পরিবারের প্রায় ৫ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে বাড়ির লোকজনে অচেতন অবস্থায় গৃহকর্তা আচমান ফকির, পুত্র রিপন ফকির, পুত্রবধূ সোনিয়া বেগম, কন্যা টুলু আক্তার, নাতনী যুথি খানম। পার্শ্ববর্তী  বাড়ির গৃহকর্তা নুরু ফকির, তার পুত্র লিমন ফকির, কন্যা সাদিয়া আক্তার, সাদিয়ার দেবর আরিফ সরদার, আরিফের বোন লিমা খানমকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করে। এ রির্পোট লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফিরেনি। খবর পেয়ে আগৈলঝাড়া থানার পুলিশ ওইদিন সকালে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।