সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে বাদির পরিবার

লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এছাড়া সন্ত্রাসীরা বাড়ির কয়েক হাজার টাকার গাছও কেটে নিয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা দায়ের করে বিপাকে পড়েছে পরিবারটি।

জানা গেছে, হরিনাফুলিয়ার মৃত্যু মোসলেম হাওলাদারের পুত্র বরিশাল জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। সম্প্রতি স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের নির্ধারিত চাঁদার টাকা দিতে অপরগতা প্রকাশ করায় সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালায়। এসময় ঘরের মালামাল লুট করে নেয়া হয়। একই সাথে বাড়ির বাগান থেকে ২২টি সুপারী গাছ ও ১২টি বাঁশ কর্তন করে নেয়া হয়েছে। সন্ত্রাসীরা বাড়ির মোট ৩৪ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদি হয়ে আদালতে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছে কাসিপুরেরর চৌহুতপুর দিয়াপাড়া এলাকার মৃত্যু সেকান্দার আলীর পুত্র মোঃ মানিক হাওলাদার, এন্তাজ খানের পুত্র এনায়েত খান, হাকিম হাওলাদারের পুত্র এন্তাজ খান।

১৪৩/৪৪৭/৪৪৮/৩৭৯/৩৮০/৩৮৫/৩৮৭/৪২৭/৫০৬(২)/১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদিকে হত্যার হুমকি অব্যাহত রেখেছে। এতে বাদি ও তার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।