বরিশালে কথিত ক্রসফায়ারে কুখ্যাত ডাকাত আল আমিন হত

নিহত হয়েছে। এসময় র‌্যাব ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। নিহতের বাড়ি বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামে। সে ওই গ্রামের আনসার আলী সন্যামাতের পুত্র।

র‌্যাব সূত্র জানা গেছে, শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে বাকেরগঞ্জ উপজেলার গাড়–রিয়া ইউনিয়নের কেয়ারপুর ব্রিজের পশ্চিম পাশে ডাকাত দলের একটি গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে র‌্যাবের একটি বিশেষ দল বৈঠকের স্থানটি ঘিরে ফেলে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আত্মরক্ষার্থে ডাকাতরা র‌্যাবকে লক্ষ করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতরা পিছু হটে। সকালে গুলিবিদ্ধ অবস্থায় কুখ্যাত ডাকাত আল আমিনের লাশ উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এম.সাইফুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি দেশী তৈরি এলজি, একটি পিস্তল, একটি গুপ্তি, একটি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, বাকেরগঞ্জ ও বাউফল থানায় আল-আমিন সন্যামাতের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণসহ ১৭ টি মামলা রয়েছে।