বরিশাল-২ আসনের সরকার দলীয় এমপি বলে কথা

বরিশাল-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সৈয়দ মনিরুল ইসলাম মনি’র দু’সহযোগী বাপ্পী ও সাত্তার হোসেন অস্ত্র নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন। গতকাল মঙ্গলবার দর্শনার্থী গেট দিয়ে বাপ্পী ও সাত্তার  হোসেন নামের এ দু’দর্শনার্থী সচিবালয়ে প্রবেশের সময় সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত সদস্যদের সন্দেহ হয়। এ সময় তারা এ দু’দর্শনার্থীর ব্যাগে তল্লাশি চালিয়ে একজনের ব্যাগে একটি রিভলবার দেখতে পান। সিকিউরিটি তাদের দশনার্থী গেট থেকে সচিবালয়ের ২ নং গেটে নিয়ে আসেন। এসময় এমপি মনিরুল ইসলাম সচিবালয়ের ভিতরে ছিলেন। তাৎক্ষনিক খবর পেয়ে এমপি মনি নিজে এসে তার দু’সহযোগীকে সচিবালয়ের ভেতরে নিয়ে যান।

এ ঘটনায় সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন-শৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিভাবে এ দু’দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করলো এবং এ সময় কারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন এসব ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছেন মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার সাদিয়া। জানা গেছে, এ দু’দর্শনার্থীর সচিবালয়ে প্রবেশের পাস দুটি স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব অশোক মাদব রায়ের স্বাক্ষরে দেয়া হয়েছে।