উজিরপুরে ভূয়া RAB সদস্য আটক

উর্ধ্বতন মহলের চাপের মুখে গতকাল বৃহস্পতিবার বিকেলে উৎকোচের টাকা ফেরত দিতে গেলে এলাকাবাসি ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কনষ্টেবলকে আটক করে থানায় সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে।


উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, শিকারপুর বন্দরের মুদী ব্যবসায়ী খোকন মুন্সীর কাছে গত ২৩ নবেম্বর সাদা পোষাকে ৪/৫ জনের একটি দল র‌্যাব সদস্য পরিচয় দিয়ে তার (খোকনের) ছোট ভাই লিটন মুন্সীর নামে গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে হুমকি দেয়। একপর্যায়ে ১০ হাজার টাকা উৎকোচের বিনিময়ে ওই ভূয়া র‌্যাব সদস্যরা চলে যান। বিষয়টি খোকন মুন্সী বিভিন্ন মহলে জানান। এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাব পরিচয় দেয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনষ্টেবল আবু সালেহ (৩৫) উৎকোচের ওই টাকা ফেরত দিতে গেলে এলাকাবাসি আবু সালেহকে আটক করে উজিরপুর থানায় সোর্পদ করে। আটককৃত আবু সালেহর বাড়ি বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামে। সে ওই গ্রামের নুরু কমান্ডারের পুত্র। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনের কনস্টেবল।