রবি শস্য উৎপাদনে চাষীদের মধ্যে ঋণ বিতরনের লক্ষে বিশেষ সভা

মধ্যে চারটি ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরন উপলক্ষে এক বিশেষ সভা গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রতন কুমার মন্ডল, ব্যাংক কর্মকর্তা গাজী জাহাঙ্গীর, আবুল কালাম, শরীফ মোঃ হেমায়েত উদ্দিন, মাহবুব আলম, শাহজাহান ফকির, আবু বক্কর সিদ্দিক, নুর উদ্দিন আকন, কৃষি অফিসার মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ। আলোচনা সভায় অগ্রনী, কৃষি, সোনালী ও জনতা ব্যাংকের গৌরনদী, ভুরঘাটা, মাহিলাড়া, বাটাজোর, নলচিড়া ও সরিকল শাখার অফিসারবৃন্দরা অংশগ্রহন করেন।

উলে¬খ্য, আমদানি নির্ভর ডাল, তৈলবীজ ও মসল¬া জাতীয় রবি সশ্য উৎপাদনের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক উলে¬খিত ব্যাংকগুলোকে ২% সুদে চাষীদের মধ্যে চাহিদা মোতাবেক ঋণ বিতরনের নির্দেশ প্রদান করেন। সে লক্ষে সঠিক ভাবে চাষীদের চাহিদা মোতাবেক ঋণ বিতরনের জন্য ব্যাংক কর্মকর্তাদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।