গৌরনদীতে এক টাকার সোনালি রঙ্গের কয়েন নিয়ে তোলপাড়

প্রতিটি কয়েন বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা থেকে এক’শ টাকায়। এ নিয়ে এসব উপজেলায় সৃষ্টি হয়েছে নানা গুজবের। উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের লোকজনের মধ্যে এ সোনালী কয়েন বিকিনিকির হিড়িক পড়েছে। স্থানীয় ব্যবসায়ী, যুবক ও মহিলারা এখন কয়েন কেনারবেচার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উজিরপুর, আগৈলঝাড়া ও গৌরনদীর অসংখ্য ব্যক্তি মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানিয়েছেন এ সোনালী কয়েন কেনাবেচার খবর। এক সপ্তাহ পূর্ব থেকে এসব উপজেলার বিভিন্নস্থানে এ সোনালী রঙ্গের এক টাকার কয়েন বিকিনিকি শুরু হয়। প্রথমে ২০ টাকা করে বিক্রি হলেও গত দু’দিন থেকে এক টাকার সোনালী কয়েন পঞ্চাশ থেকে এক’শ টাকায় বিক্রি হচ্ছে। এসব কয়েন সংগ্রহ করতে একটি চক্র প্রত্যন্ত এলাকার বাড়িতে বাড়িতে যাচ্ছে বলেও খবর পাওয়া গেছে। এসব উপজেলার অধিকাংশরাই এখন এসব কয়েন ক্রয় করে মজুদ করে রেখেছেন বেশি দামে বিক্রির আশায়। কি কারনে এত দামে এক টাকার সোনালী কয়েন সংগ্রহ করা হচ্ছে তা নিয়ে সৃষ্টি হয়েছে একাধিক গুজবের। কেউ বলছে, এ কয়েনে এমন পদার্থ রয়েছে, যা সোনার সঙ্গে সহজে মিশে যায়। আবার কেউ কেউ বলছে, সোনালী রঙ্গের কয়েনের ওপর হেরোইন রেখে আগুনে তাপ দিয়ে সেবন করলে মাদকাসক্তরা আলাদা স্বাদ পায়। তাই এগুলো চড়া দামে বিক্রি হচ্ছে।

গতকাল মঙ্গলবার গৌরনদী উপজেলা সদর, গৌরনদী বন্দর, মাহিলাড়া বাজার, টরকী বন্দর, বাটাজোর বন্দর, সরিকল বন্দর, আগৈলঝাড়া সদর, পয়সারহাট বন্দর, উজিরপুর উপজেলা সদর, বামরাইল বাজার, শিকারপুর বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েন কেনাবেচার একটি চক্র কয়েন সংগ্রহের জন্য দিনভর ওইসব বাজার ঘুরে বেড়িয়েছেন। অনেকেই উপজেলা সদর ছেড়ে নেমে পরেছেন ওইসব উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, এক টাকার সোনালী কয়েন ক্রয়-বিক্রয়ে জন্য লক্ষ লক্ষ টাকার আদান-প্রদান হচ্ছে। আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বন্দরের ব্যবসায়ী বুদ্ধেশর রায় জানান, তিনি ৫টি কয়েন পাঁচ’শ টাকায় বিক্রি করেছেন। কার কাছে বিক্রি করেছেন জানতে চাইলে তিনি বলেন, ক্রেতারা অপরিচিত বিধায় তাদের তিনি চেনেন না। গৌরনদী বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী চান্দু মিয়া জানান, তিনি অধিকমূল্যে এক টাকার সোনালী কয়েন বিক্রির জন্য মজুদ করে রেখেছেন। টরকীরচর গ্রামের কিরন মন্ডল জানান, তাদের এলাকায় অপরিচিত একটি সংঘবদ্ধদল গতকাল মঙ্গলবার দিনভর এক টাকার সোনালী কয়েনের জন্য হন্য হয়ে ঘুরে বেড়িয়েছে। উপজেলার বোরাদী গরঙ্গল গ্রামের বাসিন্দা বর্তমানে ঢাকায় বসবাসরত খোকন ফকির ওরফে রনি মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, গতকাল মঙ্গলবার ঢাকায় বসে তিনি দুটি কয়েন তিন’শ টাকায় বিক্রি করেছেন।
সূত্রমতে, বিভিন্ন এলাকা থেকে অপরিচিত লোকজন এসে অধিকমূল্যে এসব কয়েন কিনে নিয়ে যাচ্ছেন। অপর একটি সূত্রে জানা গেছে, স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ায় স্বর্ণে খাদ মেশানোর জন্য স্বর্ণকাররা এ সোনালি রঙ্গের কয়েন সংগ্রহ করছেন।