নারীর জাগরন ও উন্নয়নে রাবেয়া ফজলে করিম বালিকা মহা বিদ্যালয় ভুমিকা রাখবে

এলাকার ছাত্রীরা নির্ভয় বান্দব পরিবেশে উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাবে। পাশা পাশি দরিদ্র পরিবারের শিক্ষার সুযোগ বঞ্চিত ছাত্রীরা সামান্ন ব্যয়ে তাদের পরাশুনার ধারা অব্যাহত রাখবে। এজন্য বাটজোর রাবেয়া ফজলে করিম বালিকা মহাবিদ্যালয় কলেজ প্রতিষ্ঠায় সামগ্রীক সহযোগীতা করা হবে।

গতকাল সোমবার দুপুর বারোটায় কলেজ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এ কথা বলেন। তিনি  আরো বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের ও বেশী নারী এদেরেকে শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে জাতীয় সমৃদ্ধি ও দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই নারী জাগরনে শিক্ষার বিকাশ ঘটাতে হবে। তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, ব্যাক্তি স্বার্থে হরতালসহ ধংসাত্বক রাজনীতি পরিহার করে দেশ গঠনে রাজনৈতিক কর্মসূচী গ্রহনের আহবান জানান।

 

কলেজের অধ্যক্ষ কে এম সাচুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ বিমল কৃষনো মজুমদার, বরিশাল বি,এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ ননী গোপাল দাস, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠিাতা ও বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোঃ সামচুল হক, প্রবীণ আওয়ামীলীগ নেতা কালীয়া দমন গুহ, গৌরনদীর বি আর ডি বির চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিসুর রহমান মিয়া, কলেজের অভিভাবক প্রতিনিধি ডি আল রাহী শাহজাহান। আলোচনা শেষে মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।