সড়ক দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত ॥ ঢাকা হাসপাতালে ভর্তি

গুরুতর আহত হয়েছে। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং ষ্টেশনের সম্মুখে।
Gais Uddin Mia
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কন্ঠের স্থানীয় প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া গতকাল শুক্রবার সকাল এগারোটার দিকে সংবাদ সংগ্রহের জন্য বাটাজোরে রওয়ানা হন। পথিমধ্যে মহাসড়কের আশোকাঠী ফিলিং ষ্টেশনের সম্মুখে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা নম্বরবিহীন ডিজেল চালিত মালবাহী নসিমন ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে বেপরোয়াগতিতে মোটরসাইকেলের ওপর এসে পরে। এতে মোটরসাইকেলের সম্মুখ ভাগ দুমরে মুচরে যায়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় সাংবাদিক গিয়াস উদ্দিনকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়।

গৌরনদী হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডাঃ দেওয়ান আব্দুস সালাম জানান, আহত সাংবাদিক গিয়াস উদ্দিনের ডান হাত ও ডান পা ভেঙ্গে গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্নস্থানে জখম হয়।
খবর পেয়ে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম ও গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মালবাহী ঘাতক নসিমন ট্রলিটিকে আটক করলেও ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।