সংখ্যালঘু পরিবারকে পুড়িয়ে মারার হুমকি ॥ হামলায় ৩ জন আহত

করেছে প্রতিপক্ষ ও তার ভাড়াটিয়া লোকজনে। আগামি এক সপ্তাহের মধ্যে ওই সংখ্যালঘু পরিবারটি দেশত্যাগ না করলে তাদের স্ব-পরিবারকে পুড়িয়ে মারারও হুমকি দিয়েছে হামলাকারীরা। এ ব্যাপারে গতকাল রবিবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে।

ওই গ্রামের কৃষক বিমল চন্দ্র মিত্র অভিযোগ করেন, জমিজমা নিয়ে তার সাথে একই গ্রামের শাজাহান খান ও আল-আমিন পাইকের সাথে বিরোধ চলে আসছিলো। গতকাল রবিবার দুপুরে প্রতিপক্ষের লোকজনে ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে জোড়পূর্বক  বিরোধপূর্ণ সম্পত্তির গাছ কাটতে শুরু করে। এসময় গাছ কাটতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের লোকজনকে হামলা চালিয়ে কৃষক বিমল চন্দ্র মিত্র তার স্ত্রী ফুলরানী মিত্র ও পুত্র অজয় মিত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

তিনি আরো অভিযোগ করে বলেন, হামলাকারীরা হুমকি দিয়ে বলে গেছে আগামি এক সপ্তাহের মধ্যে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে দেশত্যাগ না করলে আমাদের সবাইকে পুড়িয়ে মেরে ফেলবে। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।