ওরা ১১ জন প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেয়েছে ওরা ১৫ জন

জন্য সৃজনশীল মেধা যাচাই “ওরা ১১ জন” প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে বাছাই পরীক্ষা গতকাল বৃহস্পতিবার আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কলেজ থেকে মেধা যাচাই করে ১০ জনকে উপজেলা পর্যায়ে পরীক্ষর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, বাহাদুরপুর নিশিকান্ত বালিকা বিদ্যালয় ও কলেজের মেধাবী ৫০জন ছাত্র-ছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এমসিকিউ পদ্ধতিতে ৪৫ মিনিটে ৫০টি প্রশ্নের উত্তর দেয়া হয়। আগৈলঝাড়ার যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম প্রধান সমন্বয়কারী হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন।

এ কর্মসূচির আহ্বায়ক স্বজন নাসির মাহমুদ, স্বজন উজ্জল খলিফাসহ অন্যান্য স্বজনরা  উপস্থিত ছিলেন। উপজেলা সদরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক কামরুল ইসলাম পরীক্ষার মূল দায়িত্ব পালন করেন। এছাড়াও পরীক্ষা পরিচালনার করেন মোহনকাঠী কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক এসএম ইউসুফ, ছয়গ্রাম কলেজের শিক্ষক জ্ঞানেন্দু শেখর বিশ্বাস, বাহাদুরপুর নিশিকান্ত কলেজের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন তালুকদার। পরীক্ষা শেষে ৫০জন পরীক্ষার্থীদের মধ্যে ১৫ জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়। ইয়েস কার্ড প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের মিতু বৈদ্য, সুবীর সরকার, বিশ্বজিৎ রায়, মোহনকাঠী কলেজের নাবিলা আফরোজ, তানজিলা আক্তার, রুহিদাস বৈরাগী, বাগধা কলেজের সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, নোমান বালী, ছয়গ্রাম কলেজর সাহারা  খাতুন, রুহুল আমিন আকন, রাজিব ইসলাম, বাহাদুরপুর নিশিকান্ত বালিকা কলেজের ঝুমুর বৈদ্য, মনা পান্ডে ও টুম্পা সরকার। ইয়েস কার্ড প্রাপ্তরা আগামী ৫ অক্টোবর ঢাকায় পরীক্ষায় অংশগ্রহণ করবে।