বিএইচপি একাডেমীর সভাপতি নির্বাচন নিয়ে তেলেছমাতি কান্ড

ম্যানের্জিং কমিটির নির্বাচিত সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েও রেজুলেশন না করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আত্মগোপন করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ম্যানের্জিং কমিটির নির্বাচিত সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত সুনীল কুমার বাড়ৈসহ নির্বাচিত সদস্যদের অভিযোগে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষকের কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে সভা বসে। ওই সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য অবনি ভূষন হালদার। সভায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য ও শিক্ষক প্রতিনিধিসহ ১০ টি ভোটের মধ্যে ৫টি ভোট প্রাপ্ত হন সুনীল কুমার বাড়ৈ। তার নিকটতম প্রতিদন্ধী আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান ৩ ভোট প্রাপ্ত হন। এসময় শিক্ষক প্রতিনিধি ২ জন ভোটার ভোট দেয়া থেকে বিরত থাকেন। অভিযোগে আরো জানা গেছে, ভোটের মাধ্যমে সুনীল কুমার বাড়ৈ সভাপতি নির্বাচিত হলেও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাকাল ইউনিয়নের চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রি রহস্যজনক কারনে নির্বাচিত সদস্যদের ভোট প্রয়োগের রেজুলেশন না করে আত্মগোপন করেন। এ নিয়ে উপস্থিত নির্বাচিত সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

সূত্রমতে, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রি গোলাম মোতুর্জা খানকে সভাপতি বানানোর জন্য নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ ব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।