মুক্তিযোদ্ধা আজিজকে বাঁচাতে সাহায্যের আবেদন

হঠাৎ ষ্টক করে তার ডানপাশ অবশ (প্যারালাইসিস) হয়ে গেছে। বর্তমানে বিনাচিকিৎসায় মুক্তিযোদ্ধা আজিজ হাওলাদার রয়েছেন শষ্যাশয়ী। তার চিকিৎসকরা বলেছেন দ্রুত তাকে উন্নত চিকিৎসা করানো হলে আরোগ্য লাভ করা সম্ভব কিন্তু অসহায় পরিবারটির পক্ষে বর্তমানে যেখানে ঔষধ ক্রয়ের সমার্থ নেই সেখানে উন্নত চিকিৎসার কথা ভাবাই দুঃসহ। তাই অসহায় পরিবারটি মুক্তিযাদ্ধা আজিজ হাওলাদারের উন্নত চিকিৎসার জন্য সমাজের মহানুভব ব্যক্তি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে হাত পেতেছেন।

 

বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী উজিরপুরের কালিহাতা গ্রামের মৃত আব্দুস ছোবাহান হাওলাদারের পুত্র আজিজ হাওলাদার। বর্তমানে বাবুগঞ্জের আগরপুর গ্রামে তার বসবাস। কান্নাজড়িত কন্ঠে মুক্তিযোদ্ধা আজিজ হাওলাদার (৫৭) বলেন, ৬ সদস্যর পরিবার নিয়ে কোন একমতে খেয়ে না খেয়ে ভালই ছিলাম। হঠাৎ করে অসুস্থ হয়ে বরিশালের বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ত্র খুঁইয়ে আজ নিঃস্ব হয়ে পরেছি। ওইসব চিকিৎসকেরা বলেছেন ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা করাতে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ মতে ঔষধ ক্রয় করাই তার অসহায় পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পরেছে।

সাহায্য পাঠাবার ঠিকানা- মের্সাস তরী এন্টারপ্রাইজ, চলতি হিসাব নং-২৬০৬, অগ্রনী ব্যাংক, গৌরনদী শাখা, বরিশাল। মোবাইল-০১৮২৪-৫৯৫৩৫৩, ০১৭২১-৮৭৪০৩৭ (অনুঃ)