কৃষক বন্ধু সিরাজ ভাই

একনিষ্ঠ ভাবে কাজ করে বাম্পার ফলন ফলিয়ে বরিশালের গৌরনদী উপজেলার সর্বত্র আলোড়ন সৃষ্টি করেছেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম (৫০)।

উপজেলার সর্বস্তরের লোকজন তাকে “সিরাজ ভাই” নামেই চেনেন। উপজেলার সর্বত্র রয়েছে তার ব্যাপক পরিচিতি। কৃষিকাজে অবদানের জন্য ২০০২ সালে তিনি শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে লাভ করেন রৌপ্যপদক। তার উদ্যোগে এ বছরই সর্ব প্রথম গৌরনদীর চাষীরা হাইব্রীড ধান চাষ শুরু করেছেন। এছাড়াও জৈব সার উৎপাদন, গুটি ইউরিয়া ব্যবহার, ফেরোমন ট্রাপ (যাদুর বাক্স) ব্যবহার বৃদ্ধি পেয়েছে অনেক গুন। কৃষকদের বিনোদনের জন্য তিনি বনভোজন ও ক্রীড়া অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন। উপজেলার মাহিলাড়া গ্রামের স্বজল সরকার জানান, সিরাজ ভাইর অনুপ্রেরনায় তিনি চলতি মৌসুমে আধুনিক পদ্ধতিতে হাইব্রীড ধান চাষ করে বাম্পার ফলনের আশা করছেন। এছাড়াও সিরাজ ভাইয়ের আশ্বাসে স্বজল সরকার মাছ চাষ, ফল গাছের সঠিক ব্যবস্থাপনা করে অতি সম্প্রতি ভাষা সৈনিক কাজী গোলাম মাহাবুব ফাউন্ডেশনের বিশেষ পদক “শহীদ আব্দুর রব সেরনিয়াবাত’ পদক পেয়েছেন।

বেজহার গ্রামের ছালেক ও মালেক সরদার বলেন, সিরাজ ভাই আমাদের অহংকার। তিনি সকাল বিকেল আমাদের বাড়িতে এসে আধুনিক পদ্ধতিতে হাইব্রীড ধান চাষ করার জন্য আমাদের নানা পরামর্শ দিয়েছেন। তার পরামর্শে চলতি মৌসুমে ধান চাষ করে এবং জমিতে গুটি ইউরিয়ার সার ব্যবহার করে অল্প খরচে আমরা জমিতে বাম্পার ফলন ফলিয়েছি। কাসেমাবাদ গ্রামের আমিনুল ইসলাম তোতা সরদার বলেন, সিরাজ ভাই হচ্ছে আমাদের মতো সাধারন কৃষকদের বন্ধু। তার পরামর্শে আমি জৈব সার উৎপাদন ও বিক্রি এবং চলতি বছর থেকে পেঁপেঁ চারা উৎপাদন শুরু করেছি। হরিসেনা গ্রামের কৃষক আনোয়ার বেপারী বলেন, তিনি শুধু সিরাজ ভাই নন তিনি হচ্ছেন ‘গৌরনদীর শাইখ সিরাজ’।

গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের মৃত জোনাব আলী হাওলাদারের ছেলে সিরাজুল ইসলাম। পোকা মাকরের ওপর মাষ্টার ট্রেইনার হিসেবে দীর্ঘ ২৭ বছর পূর্বে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকুরী নেন। স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সন্তানকে নিয়েই তার সুখের সংসার। জানান, দীর্ঘ কর্মদিবসে কৃষকদের সাথে কাজ করে যাচ্ছি। বাকিটা জীবন যেন দেশের উজ্জল নক্ষত্র কৃষকদের সু-পরামর্শ দিয়ে যেতে পারি। গ্রামের সাধারন কৃষকদের মাঝে পরামর্শ দিয়ে বাম্পার ফলন ফলাতে পারলেই দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে দিন বদলের অঙ্গিকার বাস্তবায়ন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।